নিচের দুইজন ব্যক্তির মধ্যে কে বেশি স্বাধীন?
উত্তর পরে দিলেও চলবে । আধুনিক বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে, আমাদের অনেক ইচ্ছা ও লক্ষ্য রয়েছে যেগুলো আমাদেরকে পাপের দাস হতে বাধ্য করছে । মানুষ নিজের স্বাধীনতা জাহির করার লক্ষ্যে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে যেগুলো নৈতিক নয়। তারা মদ, বিড়ি, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবন করে চলেছে । তারা এটিকে আধুনিকতার প্রতীক হিসেবে দেখছে। আর Porn তো আছেই সমাজকে ধ্বংসের মুখে ফেলে দেবার জন্য। কিশোর-কিশোরী অশ্লীলতাকে মর্ডানিজম মনে করে । তারা আবেগের বশে অনেক ধরণের পাপ কাজ করছে। তবে এদের মধ্যে একদল ভালো কাজও করে যাচ্ছে । তাদের কথা বলার দরকার নেই। তারা ভালোর পথে এগিয়ে যাক।
আমার বেশি খারাপ লাগে যখন দেখি একদল কিশোর-কিশোরী এবং একদল যুবক-যুবতী অশ্লীলতাকে সাপোর্ট করে। খারাপ লাগে যখন দেখি তারা মাদককে সাপোর্ট করে। সোশ্যাল মিডিয়ায় তারা ট্রেন্ডিং এ থাকতে চায়। নিজেকে স্মার্ট দেখাতে চায়। স্মার্ট দেখাতে চাওয়া দোষের কিছু না। কিন্তু স্মার্টনেসের ভুল দিকটি তো ফলো করা ঠিক না। তারা এখন ধর্মকে মানতে চায় না। হ্যাঁ, সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ধর্ম না মানলেও অধর্মের দিকে যাওয়া ঠিক না। কিছু মানুষ তাদের সাপোর্ট করে যাচ্ছে । তাদের আধুনিক বানাতে গিয়ে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সেসব মানুষ ধর্মকে হাতিয়ার রূপে ব্যবহার করে । তাদের ভাষ্য হলো,’ধর্ম মানুষের তৈরি এবং এগুলো মর্ডানিজমের দিকে যাওয়ার প্রধান বাধা।
তারা কাকে স্বাধীনতা বলছে? তারা নিজেকে যে স্বাধীন বলে মনে করছে আদৌ কি তারা স্বাধীন? নাকি তারা অাধুনিক ? আমি বলবো তারা আধুনিকতার দাস। তারা কোনোভাবেই ব্যক্তিগতভাবে স্বাধীন না।এখন বলেন উত্তরটি কী হবে?
Thanks for reading. Feel free to send comments, questions, or recommendations to mortuzaahmmed@aol.com.